বগুড়ায় শ্বাসকষ্টে এক বৃদ্ধের মৃত্যু, ৩ জন আইসোলেশনে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বগুড়ায় শ্বাসকষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে আরো ৩ জনকে আইসোলেশন হাসপাতালে ভর্তি এবং ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো করা হয়েছে।
বগুড়ায় শহরে ছেলের বাড়িতে বেড়াতে গিয়ে সত্তর বছরের এক বৃদ্ধ শ্বাসকেষ্ট মারা গেছেন। স্বাস্থ্য বিভাগ করোনা সন্দেহে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠিয়েছে। এদিকে, বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে আরো দু’জনকে বগুড়া মোহাম্মাদ আলী আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে সাতজন এ হাসপাতালে ভর্তি হলো। এছাড়াও বগুড়া থেকে ১১ রোগীর নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে ল্যাবে পাঠানো হয়েছে।