আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৬০৬ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কারণে জীবনের চড়াই-উতরাইয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব কখনো ভেঙে পড়তে না। বরং সবসময় তিনি তাকে সাহস যুগিয়েছেন। আন্দোলন সংগ্রামে পাশে থেকে সবসময় দিয়ে গেছেন অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখেই সারাজীবন মানুষের জন্য কাজ করে যাবেন বলেও দৃঢ় প্রত্যয় জানান শেখ হাসিনা।
বঙ্গমাতা বেগম ফলিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন এবং বঙ্গমাতা বেগম ফলিলাতুন নেছা মুজিব পদক-২০২৩ প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পদকপ্রাপ্ত চার বরেণ্য নারী কিংবা তাদের প্রতিনিধি এবং নারী ফুটবল দলের হাতে পদক, সম্মাননা এবং আর্থিক চেক তুলে দেন।
বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতা যুদ্ধের পূর্বে সংকটকালীন সময়ে ৭ মার্চের ভাষনে বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদানের কথা স্মরণ করেন তিনি।
বঙ্গবন্ধুর আদর্শ ও শিক্ষা কে সামনে রেখেই মানুষের জন্য করে যাবার প্রত্যয়ের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজনীতি শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও গবেষণা ক্ষেত্রে অবদান রাখায় চার বিশিষ্ট নারীকে দেয়া হলো ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক- ২০২৩।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্তরা হলেন, রাজনীতিতে অ্যাডভোকেট সাহারা খাতুন মরণোত্তর, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অণিমা মুক্তি গোমেজ ও নাসিমা জামান ববি, গবেষণায় ড. সেঁজুতি সাহা। পাশাপাশি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলেকে দেয়া হয় এই পুরষ্কার। পুরষ্কার প্রদান শেষে বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর প্রতিটি সাফল্যে ছিলো তার মা বেগম ফজিলাতুন নেছার বিশেষ অবদান।