বঙ্গবন্ধুকে অনুসরণ করেই দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুকে অনুসরণ করেই দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
তিনি বলেন, ক্রীড়ামোদী বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত দুরদর্শী। তাইতো মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে দেশের তরুণ-যুবকদের কথা ভেবে যে ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন- সেটাই আজকের বিকেএসপি, যা সারা বিশ্বকে তাক লাগিয়ে বেড়াচ্ছে তার ক্রীড়ানৈপুণ্য দিয়ে। প্রতিমন্ত্রী দুপুরে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধুকে স্মরণ করে এ কথা বলেন। এ ভার্চুয়াল সভায় যোগ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর ও সংস্থার প্রধানরা।