বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হয়েছেঃ প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নব্য মীরজাফর মোশতাক এবং জিয়ার চক্রান্তে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় জাতীয় জীবনে আওয়ামী লীগের অবদান ও ত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কাজ করে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবসময় মানুষের জন্য কাজ করে জানিয়ে শেখ হাসিনা বলেন, একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখন কিছু পেয়েছে বাংলাদেশের মানুষ।