বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, তারা এখন শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত
- আপডেট সময় : ০১:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কৃষক লীগের জাতীয় শোক দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। ডা. দিপু মনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতে যে অপশক্তি ৭৫ সালের ১৫ আগস্ট এ নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল , তারা এখনো সক্রিয় রয়েছে । মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নেতাকর্মীকে শপথ নেওয়ারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী। পরে একই স্থানে শোক দিবস উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাবার বিতরন করে যুবলীগ। এ সময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আর রাজধানীর কুড়িলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরন করা হয়।