বঙ্গবন্ধুর আদর্শের কোন সৈনিক অরুচিকর বক্তব্য দিতে পারেন না : হানিফ
- আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
মির্জা ফখরুলের বক্তব্য অনুযায়ী মুরাদ হাসান সাবেক ছাত্রদল নেতা। তাই তার শিক্ষাটাও ওখান থেকেই এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে এসে বঙ্গবন্ধুর আদর্শের কোন সৈনিক অরুচিকর বক্তব্য দিতে পারেন না।
দুপুরে শহরের কলেজ রোডে পিটিআই স্কুল মাঠে ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমন মন্তব্য করেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি অস্থিতিশীল রাজনীতি করছেন। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদী যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা কারা বিধান অনুযায়ী তার অনেক বেশী সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতার কারণে তার নির্বাহী ক্ষমতা বলে দণ্ড স্থগিত করে তাকে সর্বোচ্চ স্বাধীন ভাবে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে পুঁজি করে বিএনপি অস্থিতিশীল রাজনীতি চালাচ্ছে।