বঙ্গবন্ধুর কলকাতার জীবন ও কর্মের ওপর তৈরি হচ্ছে তথ্যচিত্র
- আপডেট সময় : ০৭:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
এবার পশ্চিম বাংলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কলকাতার জীবন ও কর্মের ওপর তৈরি হচ্ছে তথ্যচিত্র ‘কলকাতায় বঙ্গবন্ধু’।আর এটি নির্মাণ করছেন পশ্চিম বাংলার প্রখ্যাত চলচ্চিত্রকার গৌতম ঘোষ। এ উপলক্ষে বিকেলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেন, তথ্যচিত্রটি তৈরি হলে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটি নাম, একটি ইতিহাস। বাঙালি জাতি রাষ্ট্রের জন্ম যার হাত ধরে। ইতিহাসের সেই মহানায়কের জীবনের অনেকটা সময় কেটেছে পশ্চিম বাঙলার কলকাতায়। ইসলামিয়া কলেজের ছাত্র থাকা অবস্থায় বেকার হোস্টেলের দিনগুলো, পাকিস্তান আন্দোলনের কর্মী আর বাঙালির অধিকার আদায়ের সংগ্রামের সূচনা কলকাতা থেকেই। বঙ্গবন্ধুর জীবনের স্বর্ণালি দিনের কথাই তথ্যচিত্রে তুলে ধরবেন পরিচালক গৌতম ঘোষ।
জাতির পিতার কোলকাতার জীবন, পড়ালেখা, ভ্রমন, এবং রাজনৈতিক কর্মসূচি ক্যামেরার ফ্রেমবন্দী করতে চান পরিচালক গৌতম। তার কাজে সব ধরনের সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্বপ্ন ও আদর্শের নেতার জীবনীর কলকাতার কিছু অংশ নিয়ে নির্মিত তথ্যচিত্রের বিস্তারিত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তথ্যচিত্রটির শুটিং টুঙ্গিপাড়ায় চলতি সপ্তাহে শুরু হবে।
আরও হাজার বছর বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করলেও হয়তো তার জীবনের সম্পূর্ন অধ্যায় শেষ হবে না। মানুষ এবং মানবতার মাঝে বেচেঁ থাকবেন ইতিহাসের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।