বঙ্গবন্ধুর ছবি বিকৃতি বা বিকৃতির ষড়যন্ত্র করলে মামলা হবে রাষ্ট্রদ্রোহিতার
- আপডেট সময় : ০৭:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতি বা বিকৃতির ষড়যন্ত্র করলে মামলা হবে রাষ্ট্রদ্রোহিতার। কোনো ব্যক্তি নয়, রাষ্ট্রকেই সেই মামলা দায়ের করতে হবে বলে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই সিদ্ধান্ত দেন। একইসঙ্গে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনায় উপাচার্য, রেজিস্ট্রার এবং গণসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে আইনি ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
২০১৮-১৯ সালের ক্যালেণ্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির বিকৃতি করা হয়েছে এমন অভিযোগে রিট করেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। পরে, হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি খুঁজে পায় অভিযোগের সত্যতা।
এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে রায় ঘোষণা করে উচ্চ আদালত। এতে বলা হয়, সংবিধানের ৪ এর ১ অনুচ্ছেদের আলোকে এ ধরনের ঘটনায় মামলাকারী হবে রাষ্ট্র। রায় প্রকাশের এক মাসের মধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয় উচ্চ আদালত। এই নির্দেশনার ফলে জাতির পিতার ছবি ব্যবহারে সবাই সতর্ক হবে বলে মনে করেন আইনজীবীরা।