বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুত জাতীয় প্যারেড গ্রাউন্ড
- আপডেট সময় : ০৯:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। নিচ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত জাতীয় প্যারেড গ্রাউন্ড। জানিয়েছেন উদযাপন বাস্তবায়ন সংস্কৃতি উপ-কমিটির সভাপতি আসাদুজ্জামান নুর। তিনি জানান, প্রতিদিন অতিথিদের আলোচনা ছাড়াও অনুষ্ঠিত হবে দেশী-বিদেশী প্রায় ৫ হাজার সংস্কৃতি কর্মীর অংশগ্রহণে নানা পরিবেশনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ১০ দিনের রাষ্ট্রীয় কর্মসুচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কের পাঁচ দেশ- ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, ভুটানের রাষ্ট্র ও সরকার প্রধান। তবে দাওয়াত দেয়া হয়নি পাকিস্তান ও আফগানিস্তানের কাউকেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হবেন ২৬ মার্চ স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা ছাড়াও প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা। এতে অংশ নেবেন দেশের সংস্কৃতি কর্মীদের পাশাপাশি বিদেশী শিল্পীরাও। তাইতো মঙ্গলবার নিজেদের ঝালাই করে নিতে মঞ্চে দিনব্যাপী চলে শেষ মুহূর্তের মহড়া।
দুপুরে পরিদর্শনে এসে অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতি ও মঞ্চের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন আসাদুজ্জামান নূর।
নানান শৈল্পিক ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানে আগত অতিথিদের- বাংলাদেশ সম্পর্কে ধারণা দেয়া হবে বলেও জানান তিনি।
১৭ মার্চ বুধবার বিকেলে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ১০ দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী পর্ব।