বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ, নেত্রকোণা এবং নড়াইলে প্রজন্মের ভাবনায় বঙ্গবন্ধু শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ, নেত্রকোণা এবং নড়াইলে প্রজন্মের ভাবনায় বঙ্গবন্ধু শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহে দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। সেমিনারে সদর উপজেলার ১১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে আলোচনা করেন সব বয়সীরা।
নেত্রকোনা জেলাসহ বিভিন্ন উপজেলায় মুজিববর্ষ ২০২০ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউজ হলরুমে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
নড়াইলের লক্ষ্মীপাশা আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ ফারুক আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনসহ অনেকে।