বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রংপুর সড়ক জোন,বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে শেষ মূহুর্তের ঈদ প্রস্ততি নিয়ে মতবিনিময় সভায় এ হুশিয়ারি দেন তিনি । সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এ মতবিনিময় সভায় যুক্ত হন ওবায়দুল কাদের । করোনা সংক্রমণ রোধে ঈদে ঘরমুখো যাত্রীদের সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ মাত্রার সচেতনতা সংশ্লিষ্ট সবাইকেই অবলম্বন করতে হবে। পাশাপাশি, যাত্রী পরিবহন ও ট্রাফিক আইন বিষয়ে সরকারি নির্দেশনা মানতে সবাইকে অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।