বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তার বিল সংসদে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে সংসদে বিল আনা হয়েছে।
শুক্রবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী-এসএসএফ বিল-২০২১ সংসদে উত্থাপন করেন, সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। পরে ৩০ দিনের মধ্যে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এছাড়া বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশিনার্স অ্যান্ড বার কাউন্সিল অ্যামেন্ডমেন্ট বিল এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা পারিতসিক ও বিশেষাধিকার বিল-২০২১ উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।