বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্কের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্কের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে গণমাধ্যমে দেয়া নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় ভাস্কর্য নিয়ে ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা করা হবেই। এটি কোনভাবেই কেউ ঠেকাতে পারবে না।
শনিবার সরকারি বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী এদেশে ইসলাম সম্পর্কে গবেষণা, চর্চা ও ধর্মীয় শিক্ষা প্রসারে বিভিন্ন উদ্যোগ বঙ্গবন্ধুই নিয়েছিল।
ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে, ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
ইসলামের অপব্যখ্যা দিয়ে আলেম-উলামা নামধারী কিছু লোক বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে অভিযোগ করেন তিনি।
এছাড়া যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয়, তাদের সরকারের শক্তি সম্পর্কে ধারণা নেই বলেও জানান মাহবুব উল আলম হানিফ।