বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক করা মানে দেশের স্বাধীন সত্ত্বা নিয়ে বিতর্ক করা
- আপডেট সময় : ০৭:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক করা মানে দেশের স্বাধীন সত্ত্বা নিয়ে বিতর্ক করা। যারা ভাস্কর্য নিয়ে বিতর্ক করছে তাদেরকে দেশের জনগণই প্রতিহত করবে। এদিকে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান জানান, ভাস্কর্যের বিরোধিতাকারীরা আসলে স্বাধীনতা বিরোধী। আন্দোলনের নামে তারা কোন নৈরাজ্য সৃষ্টি করলে সরকার কঠোর হাতে দমন করবে। আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা।
সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের দু’দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক করা মানে দেশের স্বাধীনসত্বা নিয়ে বিতর্ক করা। যারা ভাস্কর্য নিয়ে বিতর্ক করছে তাদেরকে দেশের জনগণ প্রতিহত করবে।
এদিকে, জামালপুরের সরিষাবাড়ির পোঘলদিঘা ইউনিয়নে প্রায় ৩শ’ গৃহহীন পরিবারের জন্য নতুন ঘর নির্মান কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভাস্কর্য্য বিরোধিতার নামে আন্দোলন ও নৈরাজ্য সৃষ্টি করলে সরকার তা কঠোর হাতে দমন করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সরিষাবাড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ ও পোঘলদিঘা ইউপি চেয়ারম্যান শামস উদ্দিনসহ অন্যরা।