বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে সোচ্চার আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন। প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন জেলায়। এসময় তারা দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।
সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। জেলা রেজিস্টারি মাঠ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।
বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। নগরীর দলীয় কার্যালয় চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সমাবেশে বক্তারা বলেন, মৌলবাদী চক্রের বিষদাঁত ভেঙ্গে ফেলা হবে।
ফরিদপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় আলিপুর মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতি। এসময় বক্তব্য দেন, আইনজীবী ও সাংবাদিক নেতারা।
ঝিনাইদহে জেলা ছাত্রলীগের আয়োজনে সরকারি কেসি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বক্তারা ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতার দাবি করেন।
মাদারীপুরের শিবচরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দূষ্কৃতিকারীদের বিচারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ।
বগুড়ায় শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে সাতমাথা-থানামোড়-নবাববাড়ী ঘুরে এসে বিক্ষোভ মিছিল শেষ করে জেলা ছাত্রলীগ।
রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
মানিকগঞ্জে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।
জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে পটুয়াখালী মহিলা আওয়ামী লীগ।
ময়মনসিংহ বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর যুবলীগ। এ সময় দোষীদের দ্রুত বিচারের দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা জেলা আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘোরে।
এছাড়াও সাতক্ষীরা, শেরপুর, পটুয়াখালী ও ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো