বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন অব্যাহত
- আপডেট সময় : ০৬:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অব্যাহত রয়েছে।
ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে দুপুরে রাজশাহীর জিরো পয়েন্টে মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
নারায়নগঞ্জে আজমেরী ওসমানের নেতৃত্বে গনমিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের চাষাঢ়া বালুমাঠ থেকে নাসিম ওসমান দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রেলী বের হয়।
দোষীদের শাস্তির দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। সকালে শহরের শেখ রাসেল শিশু পার্কের সমানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। এসময় বক্তারা দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল জেলায় ভাস্কর্য নির্মাণের দাবি জানান।
নড়াইলেও দোষীদের শাস্তির দাবিতে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধারা।
এদিকে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।