বঙ্গবন্ধুর হত্যাকারীদের সনদ ও সম্মাননা বাতিলের সিদ্ধান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর হত্যাকারীরা আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের সনদ ও সম্মাননা বাতিল করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া অন্যরা নেপথ্যের সহযোগী ও পরিকল্পনাকারী হওয়ায় তাদের খেতাব বাতিল হচ্ছে।
সকালে, গাজীপুরের চন্দ্রায় কালিয়াকৈর পৌরসভার রাস্তাসমূহ মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জনের নামে নামকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে দালিলিক প্রমাণসহ খন্দকার মোস্তাক, জিয়াউর রহমানসহ আরো অনেকের নাম এসেছে। এ হত্যাকান্ডে কার কী ভূমিকা ছিলো, দালিলিক প্রমাণসহ সেসব পেশ করা হবে। এজন্য তাদেরও যে সম্মানসূচক রাষ্ট্রীয় পদবীগুলো ছিল, সেগুলোও বাতিল করা হয়েছে বলে জানান মন্ত্রী।