বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সফলতা কামনা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
সকলের সহযোগিতায় বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সফলতা কামনা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
ঢাকার হাতিরঝিলের এম্ফিথিয়েটারে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এম. এ. মান্নান, এমপি। ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়নশিপের খেলা মাঠে গড়ায়। এরপর অনুষ্ঠিত হয় মেয়েদের ও ছেলেদের সাইকেলিং। খেলা শেষে উক্ত ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনা মন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।করোনার কারণে গেলো দুই বছর আয়োজন করা যায়নি প্রতিযোগিতার।