বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে বই রচনা করেছেন রাশিয়ান লেখক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
- / ১৬০০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে রচিত কয়েকটি বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ তুলে দিয়েছে রাশিয়ান লেখক অধ্যাপক ড. ভি নামকিন। রুশ ভাষায় লেখা বই তিনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে তুলে দেন এই রাশিয়ান গবেষক ও লেখক।
লেখকের সাথে প্রধানমন্ত্রীর আলোচনা, শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের জন্ম, দ্যা আন ফিনিশড মেমোরিজ নামে বই তিনটি প্রকাশ করেছে রাশিয়ান একাডেমি অব সাইন্সের অধীন ইন্সটিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব নজিবুর রহমান, সচিব সাজ্জাদুল ইসলাম এবং প্রেস সচিব এহসানুল করিম উপস্থিত ছিলেন। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া। এসময় ভিয়েতনামের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী।