বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে শ্রীনগর সরকারী কলেজে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারী কলেজে গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করেছে সেনাবাহিনীর সাভার এরিয়া ও ৯ পদাতিক ডিভিশন।
রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়। এ সময়ে দুই শতাধিক গরিব ও দুঃস্থ নারীদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ২২ সদস্যের একটি মেডিকেল টীম এই সেবা প্রদান করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য ও করোনা পরীক্ষা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ, লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মো: ফখরুল আলম, গাইনি বিশেষজ্ঞ মেজর রাজিয়াসহ অন্যান্যরা।