বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
নদীর তলদেশ দিয়ে অদম্য গতিতে ছুটে চলার মাধ্যমে টানেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সকালে চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুইচ টিপে কর্নফুলি নদীল তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা শুধু দেশেই প্রথম নয়, দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সড়ক টানেল।
উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে টানেলে উঠে প্রধানমন্ত্রীর গাড়ী বহর। নদীর তলদেশ দিয়ে অদম্য গতিতে ছুটে চলার মাধ্যমে টানেলের যুগে প্রবেশ করে বাংলাদেশ।
মূল টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৪ কিলোমিটার। তবে সংযোগ সড়কসহ মোট দৈর্ঘ্য ৯ দশমিক ৩৯ কিলোমিটার। যোগাযোগ ও অর্থনীতির নতুন এই গেইম চেঞ্জারের নির্মাণে ব্যয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা।
টানেলের শেষ প্রান্তে পৌছে প্রথম যাত্রি হিসেবে টোলের আনুষ্ঠানিকতা শেষ করেন বঙ্গবন্ধু কন্যা।
এদিকে আনোয়ারা প্রান্তে কোরিয়ান ইপিজেডের মাঠের জনসভাস্থল তখন কানায় কানায় পূর্ন। প্রধানমন্ত্রী সভাস্থলে যোগ দিলে কর্ণফুলী টানেল উদ্বোধনের উৎসব মাতে চট্টলাবাসী।
চীন সরকারের সঙ্গে জি টু জি পদ্ধতিতে নির্মিত এই টানেলের একটি প্রতিকৃতি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন নির্মাণকারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনের ভাইস চেয়ারম্যান লি স্যাং উই। একই সঙ্গে চীনা রাষ্ট্রপতি শি জেন পিং এর শুভেচ্ছা বানীও পড়ে শোনান তিনি।