বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে কেউ মানছে না স্বাস্থ্যবিধি
- আপডেট সময় : ০৭:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নির্দেশনা থাকলেও নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে কেউ মানছে না করোনা সতর্কতা। দর্শক, নিরাপত্তাকর্মী পুলিশ কিংবা আয়োজক, সবার কাছেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। গেমসের প্রথম দিনই অনেকের মুখে ছিলো না মাস্ক, নেই হ্যান্ডস্যানেটাইজারের ব্যবস্থা। এতে আতঙ্কিত গেমসে অংশগ্রহণকারীরা। শঙ্কিত অভিভাবকরাও।
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পরেও প্রথম দিন বাস্তবচিত্র ছিল একেবারেই ভিন্ন।
দফা দফায় যে করোনা সতর্কতা কথার বলেছিলেন আয়োজকরা, তারই বা বাস্তবায়ন কই? খেলা উপভোগ করতে আসা দর্শক, নিরাপত্তা কর্মী পুলিশ কিংবা আয়োজকের দায়িত্বে যারা আছেন, সবার কাছেই উপেক্ষিত করোনা সতর্কতা। মুখে নেই মাস্ক, নেই হ্যান্ডস্যানিটাইজারের ব্যবস্থা।
করোনায় স্বাস্থ্যবিধি নিয়ে এমন উদাসীনতার কথা স্বীকার করলেন দায়িত্বরত কর্তাব্যক্তিরা।প্রতিযোগিদের চিত্রটাও একই রকম । নেই স্বাস্থ্য সতর্কতার বালাই। স্বাস্থ্য ঝুঁকি থাকায় আতংঙ্কিত তারা, শঙ্কিত অভিভাকরা।
করোনায় দেশে গেল তিন দিনে মারা গেছে ২০৬ জন। আক্রান্ত হয়েছে ২৩ ছয়’শ ৯৯জন মানুষ। এমন বাস্তবতায় যখন দফায় দফায় বাড়ানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। বন্ধ হচ্ছে পর্যটক কেন্দ্র কিংবা চিড়িয়াখানার মতো দর্শনীয় স্থান। যেখানে করোনা সতর্কতায় এমন উদাসিনতার ব্যাখ্যা কি?