বঙ্গবন্ধু বিপিএলের জয়ের ধারা ধরে রেখেছে খুলনা টাইগার্স
- আপডেট সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের জয়ের ধারা ধরে রেখেছে খুলনা টাইগার্স। চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সকে আট উইকেটে হারিয়েছে তারা। ১৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, রাইলি রুশোর ৬৬ রানে ভর করে জয়ের লক্ষ্যে পৌছায় খুলনা। এর আগে, টস হেরে ব্যাট করে ৯ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে রংপুর রেঞ্জার্স।
পারফর্ম করলেন জাতীয় ক্রিকেটাররা। রুশোর বীরত্বে আসরে টানা তৃতীয় জয় তুলে নিলো খুলনা টাইগার্স। অপরদিকে টানা ৪ ম্যাচে হারের স্বাদ পেলো রংপুর। ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি খুলনার। মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে টাইগার্স শিবির। রাইলি রুশোকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন রহমানউল্লাহ গুরবাজ। ২২ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন আফগান এই ব্যাটস ম্যান। তবে তাণ্ডব থামাননি রুশো। ৩৭ রানে গুরবাজ ফিরে গেলেও ৩১ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলে, ৭ ওভার ৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান রুশো। আর অধিনায়ক মুশফিকুর রহীম অপরাজিত থাকেন ১৭ রানে।
এদিকে রংপুরের একদমই ভাল যাচ্ছে না এবারের বিপিএল। টানা ৪ ম্যাচে হারের স্বাদ পেলো তারা। টস হেরে ব্যাট করতে নেমে, দলীয় ৪০ রানেই ৩ উইকেটে হারায় মোহাম্মদ নবীর দল । তবে, চতুর্থ উইকেটে একপ্রান্ত আগলে থাকেন নাঈম শেখ। ফজলে মাহমুদকে নিয়ে এগিয়ে যান তিনি। সঙ্গ পেয়ে দারুণ খেলেন বাঁহাতি এই ওপেনার। ব্যাটে ছোটান স্ট্রোকের ফুলঝুরি।
তবে দুর্ভাগ্য তার। সতীর্থের সঙ্গে ক্ষণিকের ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন তিনি। মাত্র ১ রানের জন্য আসরে দ্বিতীয় ফিফটি তুলে নিতে পারেননি নাঈম। এতে ফের চাপে পড়ে উত্তরবঙ্গের দলটি। এ অবস্থায় আস্থার প্রতিদান দিতে পারেননি অধিনায়ক মোহাম্মদ নবীও। আমিরের কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।
এরপর লুইস গ্রেগরিকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান ফজলে মাহমুদ। তাতে মাঝারি স্কোরের স্বপ্ন দেখতে থাকে রংপুর। তবে শফিউল ইসলামের বলে ফজলে ফিরতেই তা ভেস্তে যায়। ফেরার আগে ৩৩ বলে ২টি করে চার-ছক্কায় ৪২ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। এরপর ত্রিসে এসেই রানআউটের শিকার হন তাসকিন আহমেদ।
সেই জের না কাটতেই শহিদুল ইসলামের বলে ক্লিন বোল্ড হন মোস্তাফিজুর রহমান। আর ইনিংসের শেষ বলে একই বোলারকে উইকেট দিয়ে আসেন গ্রেগরি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান করে রংপুর রেঞ্জার্স।