বঙ্গবন্ধু বিপিএলে আজ যথারীতি ম্যাচ রয়েছে দুইটি
- আপডেট সময় : ১২:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে আজ যথারীতি ম্যাচ রয়েছে দুইটি। মিরপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টাই মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট থান্ডারের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।
চট্টগ্রাম পর্ব শেষ করে শুক্রবার আবারো শুরু হয়েছে ঢাকা পর্ব। কুমিল্লার একদমই ভাল যাচ্ছে না এবারের বিপিএল। গেল ম্যাচেও কুমিল্লার বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় টেবিলের তলানিতে থাকা রংপুর। ৬ ম্যাচে ২টাতে জয় পেয়ে টেবিলের পঞ্চম অবস্থান করছে কুমিল্লা। অন্যদিকে একই সমীকরণে আছে সুরমা পাড়ের দল সিলেট। শেষ ম্যাচে মাশরাফির দলের কাছে ৮ উইকেটে হেরে চট্টগ্রাম পর্ব শেষ করে তারা। ৬ ম্যাচে একটাতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে দলটি।এদিকে, চট্টগ্রাম পর্বশেষে খুব একটা ভালো অবস্থানে নেই খুলনা টাইগার্স। তবে সিলেটের বিপক্ষে আত্মবিশ্বাসী দলটি।