বঙ্গবন্ধু বিপিএলে জয়রথ ছুটছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে জয়রথ ছুটছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানে হারিয়ে আসরে তৃতীয় জয় পেয়েছে ইমরুল কায়েসের দল।
চট্টগ্রামে কুমিল্লার দেয়া ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৩১ রানে অলআউট হয় চট্টগ্রাম। এতে তিন ম্যাচে শতভাগ জয়ে অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কুমিল্লা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেন ওপেনার লিটন দাস। ৪৭ রান করেন কুমিল্লার ওপেনার। মাঝে ডু-প্লেসির ৮৩ আর ক্যামেরুন ডেলপোর্টের অপরাজিত ৫১ রানে ৩ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কেনার লুইসকে হারানের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্রগ্রাম। জ্যাকসের ব্যাট থেকে আসে ৬৯ রান। ১৭ রান খরচায় ৩ উইকেট নেন নাহিদুল ইসলাম।