বঙ্গবন্ধু বিপিএল ১৫তম ম্যাচে আসরের প্রথম সেঞ্চুরি করলেন ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএল ১৫তম ম্যাচে আসরের প্রথম সেঞ্চুরি করলেন ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার।
শনিবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নামে সিলেট থান্ডার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। ১১ রানে ভাঙে সিলেটের ওপেনিং জুটি। ২ রান করা আব্দুল মজিদকে প্রথম ওভারের শেষ বলে ফেরান রবি ফ্রাইলিঙ্ক। পরে আন্দ্রে ফ্লেচারের সঙ্গী হন জনসন চার্লস। দু’জন গড়েন অর্ধশতাধিক রানের জুটি। ৫৭ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৩ রানের হার না মানা ইনিংস খেলেন ফ্লেচার। এবারের টুর্নামেন্টে এটিই প্রথম সেঞ্চুরি। সবমিলিয়ে ১৪তম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে সেঞ্চুরি করলেন তিনি।