বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ’লীগ নেতাদের শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ১০:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ নেতারা বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ধারণ করে বাংলাদেশে উন্নয়নের ধারা এগিয়ে নেবে আওয়ামী লীগ। এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমধিতে রাষ্ট্রপতির পক্ষে মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রীর পক্ষে মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় বেজে ওঠে বিগউলের সুর। রাষ্ট্রীয় সালাম জানান তিন বাহিনীর একটি চৌকস দল। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় সভাপতি ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে, বাংলাদেশ আজ উচ্চ শিখরে পৌঁছে যেত।
নেতারা আরো বলেন, বঙ্গবন্ধু যে দৃস্টান্ত রেখে গেছেন তা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য অনুকরনীয়। বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শণ নিয়ে বাঙ্গলী জাতি এগিয়ে যাবে।
পরে বঙ্গবন্ধু সমাধি চত্বরের বকুল তলায় গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী অনুশা এঞ্জেলের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। রাষ্ট্রীয় কর্মসূচী শেষ উন্মুক্ত করে দেয়া হয় সকলের জন্য। একে একে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ শ্রদ্ধা জানান। এসময় তারা যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে।
১৯২০ সালের ১৭মার্চ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আদর্শ ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ এমনটিই প্রত্যাশা সকলের।