বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব ভিসি হিসেবে নিয়োগ পান।
ভাইস চ্যান্সেলর পদে চার বছর মেয়াদে তাকে নিয়োগ দেয়া হয়েছে। রাস্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়েছে। প্রায় এগারো মাস শূণ্য থাকার পর নতুন ভিসির নিয়োগ দেয়া হলো। এতদিন ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান। গত বছরের ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন আগের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। এর আগে অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগে ঐ ভিসির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা।