বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে বারবার ষড়যন্ত্র হলেও তা ব্যর্থ হয়েছে : শেখ সেলিম
- আপডেট সময় : ০৭:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শারীরিক মৃত্যু হলেও তাঁর আদর্শের মৃত্যু নেই। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে বারবার ষড়যন্ত্র হলেও তা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।
সন্ধ্যায় জাতীয় সংসদে তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি, পাকিস্তানের দোসররাই বাংলাদেশকে ধংস করতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে রোববার। জাতীয় সংসদের ইতিহাসে এটাই প্রথম বিশেষ অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে স্মারক বক্তৃতা দেন। এর উপর সাধারণ আলোচনার প্রস্তাব আনেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। এ প্রস্তাবের উপর সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের আলোচনা শুরু হয় মঙ্গলবার।