বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন মরক্কোর হিশাম

- আপডেট সময় : ০৯:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
জাতির জনক বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। ফুল ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন মরক্কোর হিশাম। আর হাফ ম্যারাথনে সেরা- কেনিয়ার এডউইন কিপরপ কিপো। ২০২১-এ সারাবিশ্বে ঢাকা ম্যারাথন সবচেয়ে বড় ইভেন্ট। ক্রীড়াক্ষেত্রে যা স্মরনীয় হয়ে থাকবে। উদ্বোধনকালে এ কথা বলেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর প্রতিবছর ১০ জানুয়ারি এই মেগা ইভেন্টের আয়োজন করার কথা জানান সেনাপ্রধান।
জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। যেখানে বাংলাদেশসহ, ফ্রান্স, মরোক্ক ও ভারত থেকে অংশ নেয় দুই শতাধিক দৌড়বিদ।
৪২ দশমিক এক নয় পাঁচ কিলোমিটারের ফুল ম্যারাথনে অংশ নেন ১০০ জন প্রতিযোগি। বাকি ১০০ জন অংশ নেন ২১ দশমিক তিন নয় সাত কিলোমিটারের হাফ ম্যারাথনে।
ফুল ম্যারাথনে শেষ পর্যন্ত বাজিমাত করেছেন মরক্কোর হিশাম লাহুকি। আর হাফ ম্যারাথনে সেরা কেনিয়ার এডউইন কিপরপ কিপো। সাফ ক্যাটাগরিতে ভারতের বাহাদুর সিং আর মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন নেপালের পুষ্পা ভান্ডারি।
ফুল ম্যারাথনে বাংলাদেশী রানারের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন ফরিদ। কামরুল হাসান দ্বিতীয়। ফিরোজ খান হয়েছেন তৃতীয়। তিনজনই সেনা বাহিনীর।
এছাড়া হাফ ম্যারাথনে ছেলেদের মধ্যে সোহেল রানা আর মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন পাপিয়া খাতুন।
পরে বিজয়ীদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এরপর থেকে প্রতি বছর এই মেগা ইভেন্টের আয়োজন করা হবে বলেও জানান সেনা প্রধান।
এর আগে, রোববার সকালে ঢাকা ম্যারাথনের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় স্বরাস্টমন্ত্রী বলেন, ঢাকা ম্যারাথন এ বছরের সবচেয়ে বড় ইভেন্ট।
এদিকে, ডিজিটাল ম্যারাথনও শুরু হয়েছে রোববার। চলবে ৭ মার্চ পর্যন্ত।