বঙ্গবন্ধু সেতুতে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত অন্তত ৫ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু সেতুতে আলাদা সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন।
ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার কারণে সকাল থেকেই ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ ১৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এবিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ আইয়ুবর রহমান জনান, বঙ্গবন্ধু সেতুর ১৯ নাম্বার পিলার এলকাসহ কয়েকটি স্থানে দুর্ঘটনা ঘটনা ঘটে। এতে একটি ট্রাকের হেলপার সেখানেই নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে এই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।