বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
- আপডেট সময় : ০১:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।
পরিবারের সাথে ঈদ উদযাপনে গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যানসহ ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে মানুষ।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশ জানায়, বুধবার রাত থেকেই যানবাহনের চাপ রয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ আরো বাড়তে পারে। তবে মহাসড়কের কোথাও যানজট বা ধীরগতির সৃষ্টি হয়নি। মহাসড়ক জুড়ে দায়িত্ব পালন করছে অতিরিক্ত পুলিশ। গণপরিবহনের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপভ্যান, মাইক্রোবাসসহ ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। ভোর থেকে মহাসড়কে এমন চিত্র দেখা যায়।
সড়ক দুর্ঘটনা রোধে আজ থেকে আগামী সাত দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।
যৌক্তিক কারণ ছাড়া এ সময়ে মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না।
এক জেলা থেকে আরেক জেলায়ও মোটরসাইকেলে যাওয়া যাবে না।
সড়ক পরিবহন বিভাগ জানায়, অনুমোদিত এলাকার বাইরে মোটরসাইকেল রাইড-শেয়ারিং এই সময়ে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া নিত্যপণ্য, কাঁচামাল, ওষুধ, জ্বালানি তেল, গার্মেন্টস সামগ্রী, রপ্তানি পণ্য, পচনশীল দ্রব্য, পশুবোঝাই ট্রাক ছাড়া ভারী পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান এবং লরিও এই ৭দিন সারা দেশের মহাসড়কে চলাচল করা যাবে না।
নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।