বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দৃশ্যমান চারলেন প্রকল্প
- আপডেট সময় : ১১:৪৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে চারলেন প্রকল্পের কাজ এখন দৃশ্যমান। ইতিমধ্যেই মাটি ভরাটসহ বিভিন্ন অংশের ৯টি কালভার্টের কাজ সম্পন্ন হয়েছে। চলছে ব্রীজ ও ফ্লাইওভারের কাজ। আগামী ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে সেতু পূর্ব পাড় থেকে জোকারচর পর্যন্ত প্রায় ২কিমি স্পেশাল রাস্তা তৈরির আশ্বাস ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালকের
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গাজীপুরের ভোগড়া পর্যন্ত ৭০ কিমি এলাকায় চার লেনসহ দুই পাশে ছোট যানবাহন চলাচলের জন্য আরো দুটি সার্ভিস লেন নির্মান করা হয়েছ।আর এই রাস্তার সুফল ভোগ করছে উত্তর বঙ্গসহ মোট ২৩ জেলার মানুষ। কিন্তু নানা জটিলতার কারনে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপার পর্যন্ত প্রায় ১৪ কিমি রাস্তা নির্মানে বিলম্ব দেখা দেয়। ফলে ৭০কিমি এলাকার সুফল মিললেও দূভোর্গ পিছু ছাড়েনি উত্তর বঙ্গের ২৩ জেলার মানুষের। প্রতিনিয়তই সড়ক দূর্ঘটনা আর যানজটের কবলে পরতে হয় চালক যাত্রীদের।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক জানান, সময়মতো কাজ শুরু করা না হলেও দ্রুত গতিতে ২য় ফেইজে কাজ চলছে। ইতিমধ্যেই মাটি ভরাটসহ ১০টি মধ্যে ৯ ট্রি কালভর্টের কাজ শেষ হয়েছে।
চারলেন প্রকল্পের ২য় ফেইজে ১৪ কিমি রাস্তায় ইতোমধ্যেই ২০ শতাংশ কাজ শেষ হয়েছে।