বঙ্গবন্ধু হত্যাকান্ডে মূল শক্তির উৎস ছিল জিয়াউর রহমান
- আপডেট সময় : ০২:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডে মূল শক্তির উৎস ছিল জিয়াউর রহমান। স্বাধীনতাকে ব্যর্থ করে দিতে, জিয়াউর রহমানের প্রত্যক্ষ সহযোগীতায় পাকিস্তানের এ দেশীয় দোসররাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল বলে মন্তব্য করেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র ব্যর্থ করতে সবাইকে সতর্ক থাকতে হবে।
শোকাবহ আগস্ট এর শেষ দিনে আলোচনার আয়োজন করে ছাত্রলীগ। গণভবন থেকে ভার্চুয়ালি এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, ৭৫ পরবর্তী অবৈধ ক্ষমতাদখলকারীরা বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনা মুছে ফেলতেই ১৫ আগস্টের নারকীয় হত্যাকান্ড ঘটিয়েছিল।
মুক্তিযুদ্ধে ও স্বাধীনতা পরবর্তী সময়ে সেনাবাহিনীতে জিয়াউর রহমানের ভুমিকা রহস্যজনক ও নেতিবাচক ছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ নষ্ট করে সন্ত্রাসের উত্থান ঘটিয়ে ছিল বিএনপি।
এখনো দেশবিরোধী দেশীয় ও আন্তর্জাতিক চক্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ সরকার প্রধানের। করোনা সংকটে রোগীদের সেবা, মরদেহ দাফনসহ নানাভাবে জনগনের পাশে থাকায় ছাত্রলীগকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।