বঙ্গবাজারের ধ্বংসস্তুপ পরিষ্কারের কাজ শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
আজ থেকে বঙ্গবাজারের ধ্বংসস্তুপ অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ৭৫ ঘণ্টা পর সম্পূর্ণ নিভেছে আগুন।
প্রত্যাশা করা হচ্ছে, অস্থায়ী ভাবে আবার দোকানপাট বসিয়ে রোববার থেকে বেচাকেনা শুরু করতে পারবেন ব্যবসায়ীরা। এখন পর্যন্ত ৩২৬১টি দোকানের তালিকা করা হয়েছে। ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, ধ্বংসস্তপ পরিষ্কার করে তালিকা অনুযায়ী অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হবে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত দোকানপাট বসাতে পারলে ঈদে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। ঢাকা বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তথ্য ও সহায়তা কেন্দ্র থেকে ওয়ানস্টপ সার্ভিস দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন। আর্থিক সহায়তা ও পূর্ণবাসনের জন্য এ তালিকা সরকারের কাছে পাঠানো হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট