বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের ক্ষতিপূরণ দেয়ার দাবি বাংলাদেশ দোকান কর্মচারী ফেডারেশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
বঙ্গবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মচারীদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান কর্মচারী ফেডারেশন। মুখচেনা কয়েকজনকে ক্ষতিপূরণ দেয়া হলেও বেশিরভাগই বঞ্চিত বলে জানান কর্মচারীরা।
সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, গত ৪ এপ্রিল বঙ্গবাজারে ৫ মার্কটে আগুনের ঘটনায় সরকারসহ বিভিন্ন সংস্থা থেকে ২৫/৩০ কোটি অনুদানের টাকা মালিকদেরকে দেয়া হলেও কর্মচারীরা কোনো ক্ষতিপূরণ পাননি।
ক্ষতিপূরণ না দিলে মেয়র, শ্রমমন্ত্রী, স্থানীয় এমপি ও বাংলাদেশ দোকান মালিক সমিতিকে স্মারকলিপি দেয়া হবে। এতেও দাবি আদায় না হলে ২০ জুন প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। কয়েকজন দোকান মালিক জানান, তারাও কোনো ক্ষতিপূরণ পাননি এখনো।