বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে এক জেলের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কক্সবাজারে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে।এখনো নিখোঁজ রয়েছে আরো ১০ মাঝিমাল্লা।
শুক্রবার সন্ধ্যায় মহেশখালীর মাতারবাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।মহেশখালীতে দায়িত্বরত কোস্টগার্ডের স্টেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম জানান,ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস্যরা।ঐ ট্রলারটিতে ২৩ জন মাঝিমাল্লা ছিল।ঘটনার পরপরই এলএনজিবাহী জাহাজ ও ফিশিং বোট সী-পাওয়ার ১২ জনকে জীবিত উদ্ধার করে।এর মধ্যে ফিশিং বোটে থাকা প্রায় ১০ জন নিখোঁজ রয়েছে।