বঙ্গোপসাগরে শক্তিশালি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার
- আপডেট সময় : ০২:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে শক্তিশালি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। আগামী ১২ ঘণ্টায় ক্রমশ ঘূর্ণিঝড়ের শক্তি
বাড়াবে।
জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে বলা হয়েছে, এটি বাংলাদেশের কুয়াকাটার ৪০ কিলোমিটার এলাকাজুড়ে আঘাত হানতে পারে। বাংলাদেশ ছাড়াও এর প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গে। খবরে বলা হয়, মঙ্গলবার নিম্নচাপ আরও গভীর হয়। মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় প্রায় ৬৫ কিলোমিটার পৌঁছতে পারে। এদিকে..টানা কয়েক দিনের তাপ প্রবাহের পর মৌসুমি বায়ুর প্রভাবে স্বস্তির বৃষ্টি নামে রাজধানী ঢাকায়। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে অফিসগামী মানুষের ভোগান্তি হলেও স্বস্তি নামে নগরীতে।