বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এখনও বহাল রয়েছে
- আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এখনও বহাল রয়েছে। লঘুচাপের প্রভাবে সমুদ্র আরও উত্তাল। উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টিপাত ও দমকা ঝড়ো হাওয়া চলছে। বুধবার সকাল হতে গতকাল পর্যন্ত কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪৫ মিলিমিটার। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২-৪ ফুট বাড়ছে।
বাড়ন্ত পানির ঢেউয়ের তোড়ে ক্রমে ভাঙছে কক্সবাজার সৈকত বালিয়াড়ি। অস্বাভাবিক জোয়ারের তাণ্ডবে ভাঙ্গন তীব্র হয়ে উঠেছে। ঢেউয়ের ঝাঁপটায় ক্ষয়ে যাচ্ছে সৈকতের বালু। তলিয়ে যাচ্ছে ঝাউগাছের সারি। ক্ষতবিক্ষত সৈকত হারাচ্ছে তার চিরচেনা সৌন্দর্য। ভাঙ্গনে ঝুঁকির মুখে রয়েছে সৈকতের ছাতা ও ঝিনুক মার্কেট। পূর্ণিমার জোয়ারের পানির উচ্চতা আরও বেড়ে ভাঙন তীব্র হবার আতঙ্কে রয়েছে পর্যটন সংশ্লিষ্টরা। আজ পূর্ণিমার জোয়ারে পানি আরো বাড়তে পারে। গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলারকে পরবর্তী সংকেত না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।কিছু কিছু জায়গায় পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও টিওব দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না।