বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে জলোচ্ছ্বাস।
১২টি অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে, নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে বলেও জানানো হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে আজ নিম্নচাপ আকারে ভারতের উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে অবস্থান করছিল। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে।