বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি

- আপডেট সময় : ০২:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিপ্তর। সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, আগে এই ইঙ্গিত দেয়া হয় আবহাওয়া পূর্বাভাসে। এই লঘুচাপ আরও ঘণীভূত হয়ে পরবর্তীতে নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ইতোমধ্যে ওই স্থানে বাতাসের ঘূর্ণি-কুণ্ডলী তৈরি হয়েছে। আজ রাত ৮টার পর বা এ সময়ের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে।
পরে আরও ঘণীভূত হয়ে বিভিন্ন স্তর পেরিয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভবনা রয়েছে। এটি শেষ পর্যন্ত ‘মোখা’ নামের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা বেশি বলে বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার পূর্বাভাসে বলা হয়। তবে এটি কখন ও কোথায় আছড়ে পড়বে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর।