বছরে কমপক্ষে ৮৪ হাজার কোটি টাকা হারাচ্ছে সরকার : সিপিডি
- আপডেট সময় : ০৮:২১:১১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৮৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশে বছরে কমপক্ষে ৮৪ হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে। দুর্নীতি ও অনিয়মের কারণে এই ফাঁকি দিন দিন বাড়ছে। করপোরেট খাতে কর স্বচ্ছতা ও বাজেটে অভিঘাত শীর্ষক ব্রিফিংয়ে একথা জানায়, গবেষণা প্রতিষ্ঠান- সিপিডি।
কর ফাঁকি ও কর এড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ থেকেও এগিয়ে বলে জানায় সংস্থাটি। কর হার কমিয়ে, পরিধি বাড়াতে পারলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করে সিপিডি।
জিডিপির অনুপাতে রাজস্ব আয়ের বিচারে তলানিতে থাকা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান। এর মূল কারণ হিসেবে রয়েছে কর ফাঁকি, কর প্রদানে অনিহা, অনিয়ম আর দুর্বল কর কাঠামো।
রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত কর্পোরেট খাতে কর স্বচ্ছতা: বাজেট অভিঘাত শীর্ষক ব্রিফিংয়ে এসব তথ্য উঠে আসে।
জয়েন্টস্টক কোম্পানিতে নিবন্ধিত প্রতি পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একটি করের আওতায় নেই। এসব প্রতিষ্ঠানকে করের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন সিপিডির গবেষণা পরিচালক।
কর ফাঁকি বা কর এড়ানোর জন্য দেশ বছরে ৮৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলেও জানান খন্দকার গোলাম মোয়াজ্জেম।
দেশের অর্থনৈতিক সম্মৃদ্ধি অর্জনে কর ব্যবস্থাপনাকে আরো স্বচ্ছ ও আধুনিক করার তাগিদ দেন সিপিডির নির্বাহী পরিচালক।
কর ফাকি বন্ধে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু, দুর্নীতি বন্ধ ও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ হ্রাস কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন ফাহমিদা খাতুন।