বজ্রপাতে রাজশাহী, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও দিনাজপুরে ১২ জন নিহত
- আপডেট সময় : ০৮:০২:২১ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
বজ্রপাতে রাজশাহী, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও দিনাজপুরে ১২ জন নিহত হয়েছে।
রাজশাহীতে বজ্রপাতে ৪ জন নিহত হয়েছে। বিকেলে ঝড়ের সময় চারঘাটের ইউসুফপুর ইউনিয়ন পরিষদের পাশে নারী ও শিশুরা আম কুড়াচ্ছিল। ওই সময় বজ্রপাত হলে মুক্তা বেগম ও আলেয়া খাতুন ঘটনাস্থলেই মারা যান। পরে রামেক হাসপাতালে নেয়ার পথে শিশু পরশ ও সোহান মারা যায়।
রোববার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- ঘিওর উপজেলার বৈলট গ্রামের শাহীন, ঠাকুরকান্দি গ্রামের জুলহাস উদ্দিন, ইবাদুল খান ও দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের চরকাটারি গ্রামের গোলাম মোস্তফা।
রোববার বিকেলে টাঙ্গাইলে আলাদা স্থানে বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। নাগরপুর উপজেলার গাংবিহালী গ্রামের আলমাছ খান মাঠ থেকে ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়। একই উপজেলার বেকড়া মধ্যপাড়া এলাকার সোনা মিয়া বিকেলে তার নিজ বাড়ির উঠানে বজ্রপাতে নিহত হন।
এদিকে, দিনাজপুরের হাকিমপুর উপজেলার বজ্রপাতে ২ বোনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় দুই বোন গাছের নিচে খেলছিল এ সময় হঠাৎ করে বজ্রপাতসহ বৃষ্টি এলে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।