বজ্রপাতে সুনামগঞ্জে ও নেত্রকোনায় ৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বজ্রপাতে সুনামগঞ্জে ও নেত্রকোনায় ৬ জনের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জে বোরো মৌসুমের শুরুতেই আলাদা বজ্রপাতের ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুর,শাল্লা, দিরাই ও দক্ষিণ সুনামগঞ্জে ৪ জনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১১টায় আলাদা হাওরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এলাকাবাসী জানায়, হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে একজন মারা যান । একই সময়ে শাল্লা উপজেলার নারায়নপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। এ দিকে দিরাই উপজেলার সরমঙ্গলে ধান কাটার সময় তাপস মিয়া নামে এক শ্রমিক নিহত হন।
নেত্রকোনার মদনে আলাদা জায়গায় বজ্রপাতে দু’জন নিহত হয়েছে। সকালে উপজেলার গোবিন্দশ্রী হাওরে এ ঘটনা ঘটে। এ সময় ৩ জন আহত হয়। নিহতরা হলেন, উপজেলার বারগরিয়া গ্রামের সেলিমের ছেলে রায়হান এবং গোবিন্দশ্রী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে ইয়াহিয়া। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়ালীউল হাসান জানান, সকালে ইয়াহিয়া গোবিন্দশ্রী হাওরে ধান কাটতে ছিল। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে বলেও জানান তিনি। এদিকে শিশু রায়হান, স্বজনদের জন্য হাওরে ভাত নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে মারা যায়।