বদরউদ্দিন কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দীর্ঘ ১০ দিন করোনার সাথে যুদ্ধ করে অবশেষে হেরে গেলেন সিলেটের মাটি ও মানুষের নেতা, সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান। আজ ভোররাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন তিনি। দু’দফা জানাযাশেষে দুপুরে সিলেট মহানগরীর মানিক পীর গোরস্থানে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাকে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটের সর্বত্র। বদরউদ্দিন কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে ৩ দিনের শোক ঘোষণা করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
নমুনা পরীক্ষায় ৫ জুন করোনা পজেটিভ শনাক্ত হয় বদরউদ্দিন আহমদ কামরানের। বমি ও জ্বর নিয়ে ৬ জুন ভর্তি হন সিলেট শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। অবস্থার অবনতি হলে ৭ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয় তাকে। অবশেষে ১০ দিন করোনার সাথে লড়াই করে সোমবার ভোর রাতে মারা যান তিনি।
দুপুরে এই নেতার লাশ ছড়ারপাড়ের বাড়িতে আনলে শোকে-কান্নায় ভেঙ্গে পড়ে সিলেট। বিষাদের ছায়া নেমে আসে সর্বত্র।
দু’বারের সফল মেয়র, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কামরানের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না সিলেটের মানুষ।
জনগণের সেবায় কৈশোর বয়স থেকে রাজনীতিতে পথচলা শুরু করে ১৯৭২ সালে সিলেট পৌরসভায় প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। অসময়ে তার এই চলে যাওয়াকে সিলেটের রাজনৈতিক অংগনের বিরাট ক্ষতি বলে মনে করেন নেতৃবৃন্দ।
স্থানীয় মসজিদ এবং মানিক পীর মাজারে দু’দফা জানাযাশেষে মা-বাবার কবরের পাশেই চিরদিনের জন্য শায়িত হন বদরউদ্দিন কামরান।