বদলে যাচ্ছে খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা
- আপডেট সময় : ০৪:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বদলে যাচ্ছে খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা।পর্যটকদের কাছে আর্কষণীয় করতে আলুটিলাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬শ’ ফুট উপরে খাগড়াছড়ি প্রধান পর্যটন স্পট আলুটিলার অবস্থান। ১৯৮৩ সালে খাগড়াছড়িকে জেলা ঘোষণার পর শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দুরে আলুটিলা পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং দেখাশোনা করে আসছে জেলা প্রশাসন।
বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করলেও সবচেয়ে বড় বাজেটের উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছে প্রশাসন। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ঝুলন্ত ব্রীজ, নন্দনকানন পার্ক, এএমপি থিয়েটার ও খুমপুই রেস্ট হাউস। ইতোমধ্যে আলুটিলার প্রবেশমুখে ৪২ লাখ টাকা ব্যয়ে স্বর্ণ তোরণের নির্মাণ কাজ শেষ হয়েছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা।
দীর্ঘদিন পর হলেও আলুটিলাকে ঘিরে অনেকগুলো উদ্যোগ নেয়া হয়েছে। এতে পাহাড়ের পর্যটন অর্থনীতি আরো বিকশিত হবে বলে জানান ব্যবসায়ীরা।
পর্যটন অর্থনীতির বিকাশের স্বার্থে আলুটিলা পর্যটন কেন্দ্রের উন্নয়ন করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। প্রতি মাসে অন্তত ৫০ হাজার পর্যটক আলুটিলা ভ্রমণ করেন। পর্যটনের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই।