বন্দরে রাজস্ব ফাঁকি দিতে আমদানি পণ্যের আড়ালে অবৈধভাবে মালামাল আনছে একটি চক্র
- আপডেট সময় : ০১:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বেনাপোল ও পেট্রাপোল বন্দরে রাজস্ব ফাঁকি দিতে আমদানি পণ্যের আড়ালে অবৈধভাবে মালামাল আনছে একটি চক্র। কাস্টমস হাউজের অভিযানে ধরাও পড়েছে এমন বেশ কিছু চালান। এহে উদ্বিগ্ন সাধারণ ব্যবসায়ীরা। আমদানিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল ও পেট্রাপোল বন্দরে আমদানিকৃত বৈধ পণ্যের ট্রাকে অবৈধভাবে পণ্য তুলে দিচ্ছে একটি চক্র। রাজস্ব ফাঁকি দিতে এমন চতুরতা বাড়ছে দিন দিন। অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে আমদানিকৃত পণ্যের আড়ালে অবৈধভাবে আনা মালামাল জব্দ করছে কাস্টমস কর্তৃপক্ষ। গেল ৬ মাসে বেনাপোল কাস্টমস ৫ থেকে ৬ টা চালান আটক করেছে।
এছাড়া বন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে চলছে সিসি ক্যামেরা বসানোর কাজ। তবে বন্দরে সিন্ডিকেট তৎপরতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সাধারণ ব্যবসায়ীরা। বৈধ পণ্যের ট্রাকে অবৈধভাবে পণ্য তুলে দেয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। বন্দরে পণ্য আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাসহ চোরাচালানরোধে কার্যকর পদক্ষেপের দাবি ব্যবসায়ীদের।