বন্দি করা হয়েছে ইউক্রেনের জ্যেষ্ঠতম রুশপন্থী রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুককে
- আপডেট সময় : ০১:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সে দেশের জ্যেষ্ঠতম রুশপন্থী রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুককে বন্দি করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগ থাকা ভিক্টর পলাতক ছিলেন। জেলেনস্কি আরও জানান, তাঁরা রাশিয়ার হাতে বন্দি ইউক্রেনীয়দের সঙ্গে মেদভেদচুক বিনিময়ের প্রস্তাব দেবেন। যুদ্ধের ৪৮তম দিনে জেলেনস্কি তাঁর ভাষণে দাবি করেন, মেদভেদচুক বিচারের হাত থেকে পালানোর জন্য সামরিক ছদ্মবেশে ছিলেন। এমন কাণ্ডের নিন্দা জানান জেলেনস্কি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে গণহত্যার অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের এক অনুষ্ঠানে বাইডেন এ অভিযোন তোলেন। এদিকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলেনস্কি বাইডেনের প্রশংসা করে টুইট বার্তায় এই খবরের সত্যতা স্বীকার করেন। একইসঙ্গে, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরও অস্ত্র দিয়ে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।