বন্দি তিন কিশোর খুনের পর নানা অনিয়ম ও অসঙ্গতির খবর বেরিয়ে আসছে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে
- আপডেট সময় : ০১:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
বন্দি তিন কিশোর খুনের পর, নানা অনিয়ম ও অসঙ্গতির খবর বেরিয়ে আসছে। শিশু অধিকার লঙ্ঘন ও আইন বহির্ভূত বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে সরব হয়েছেন শিশু অধিকার কর্মীরা। বন্দি কিশোর ও তাদের অভিভাবকরা খাবারের মান ও নির্যাতন নিয়ে মুখ খুলছেন। সবকিছু খতিয়ে দেখে কেন্দ্রের মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেয়ার কথা বলছে, সংশ্লিষ্টরা।
গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কর্মকর্তাদের অমানসিক নির্যাতন তিন কিশোর নিহত ও অন্তত: ১৫ জন আহত হয়। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। আহতদের অভিযোগ, কিশোর বন্দি হৃদয়; হেডগার্ড নূর ইসলামের চুল কাটতে রাজি না হওয়ায় ঘটনার সূত্রপাত। অথচ, এই চুল কাটানোর জন্য রয়েছে সরকারি বরাদ্দ। কেন্দ্রের নতুন তত্ত্বাবধায়ক জানান, শিশুদের চুল কাটা ও খাবারের জন্য পর্যাপ্ত বরাদ্দ রয়েছে।
কিশোর বন্দিদের দিয়ে চুল কাটানো শিশু অধিকার লঙ্ঘন বলে মনে করে সচেতন মহল। কিশোর বন্দিদের পালিয়ে যাওয়ার মূল কারণও এই খাবারের মান এবং নির্যাতন। অভিভাবকরা জানান, শিশুদের জন্য খাবার-পোশাক পাঠালেও, তা পৌঁছায়না তাদের কাছে।
সার্বিক বিষয়ের উপর নজর রাখছে তদন্ত কমিটি। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপের সুপারিশও করবেন বলে জানান, তারা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে এখন ২৯০ জন কিশোর বন্দি রয়েছে। এর ভেতর ১৪ কিশোরের বয়স ১৮ পার হলেও, কারাগারে পাঠানো হয়নি।