বন্দি বিনিময় চুক্তি হলে তারেক জিয়াকে ফিরিয়ে আনা সম্ভব : স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৮:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা চলছে। এ চুক্তি হলে তারেক জিয়াকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাময়িক বরখাস্ত হওয়া এডিসি হারুনের বিরুদ্ধে ভিকটিম মামলা না করলেও বিভাগীয় মামলা হবে। এডিসি সানজিদা আফরিনের বদলির বিষয়টি গুজব বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এবার ৩২,৪৬০ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পূজামন্ডপগুলোতে আইপি ক্যামেরাও সংযুক্ত করা হবে ।
তিনি জানান, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তি নিয়ে যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাপ হলেও কীভাবে বাস্তবায়ন হবে তা ঠিক হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতা পেটানোর অভিযোগে সাময়িক বরখাস্ত এডিসি হারুনের ব্যপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধের শাস্তি পেতে হবে। কেউ আইনের উর্ধ্বে নয়।
এনআইডি বিল পাস হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি দেয়ার প্রক্রিয়া শুরু হতে সময় লাগবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।